সিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)-এর পরিচালক আসিফ আকবরের সাম্প্রতিক এক বিতর্কিত মন্তব্যে দেশের ফুটবল অঙ্গনে যে সমালোচনার ঝড় উঠেছিল, তা অবশেষে থামতে চলেছে। দুই ক্রীড়া সংস্থার মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে বিসিবির আনুষ্ঠানিক দুঃখ প্রকাশের পর এবার সম্পর্ক স্বাভাবিক করতে বিশেষ উদ্যোগ নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ফুটবল ও ফুটবলারদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বাফুফের পাঠানো চিঠির জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে। সেই ইতিবাচক পরিবেশের ধারাবাহিকতায় বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আসন্ন বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ব্যক্তিগতভাবে বিশেষ ভিআইপি আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণের সঙ্গে তাকে একটি বিশেষ টিকিটও হস্তান্তর করা হয়েছে।
বাফুফের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘দুই দেশের গুরুত্বপূর্ণ এই ম্যাচ ফুটবল ক্যালেন্ডারের একটি বড় আয়োজন। দুই বোর্ডের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং সাম্প্রতিক ভুল বোঝাবুঝির অবসান ঘটাতেই বিসিবি সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে।’
এর আগে, বাফুফেকে পাঠানো চিঠিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে জানিয়েছিলেন, আসিফ আকবরের মন্তব্যটি ছিল তার ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ এবং এটি কোনোভাবেই বিসিবির প্রাতিষ্ঠানিক অবস্থান নয়। সেই বক্তব্যে ফুটবল অঙ্গনের কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
বাফুফের এই আমন্ত্রণকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। আমিনুল ইসলাম বুলবুল তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমাদের মধ্যে কখনই রেষারেষি ছিল না। তাবিথ (আউয়াল) একজন সত্যিকারের ভদ্রলোক। একটা প্রেসিডেন্ট (আরেক বোর্ডের) আমাকে স্পেশাল কার্ড পাঠিয়েছেন। এর থেকে স্পেশাল কিছু হতে পারে না।’
বিশ্লেষকরা মনে করছেন, দুই বোর্ডের শীর্ষ কর্তাদের এই পারস্পরিক শ্রদ্ধাবোধ দেশের দুই শীর্ষ ক্রীড়া ফেডারেশনের মধ্যকার পেশাদার সম্পর্ককে আরও মজবুত করবে।