আসন্ন বিপিএলের দ্বাদশ আসরকে সামনে রেখে সরাসরি চুক্তির মাধ্যমে জাতীয় দলের ব্যাটার সাইফ হাসানকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। এর আগেই দলটি তাসকিন আহমেদকে দলে ভিড়িয়ে আলোচনায় আসে।
বিপিএল কর্তৃপক্ষ প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বোচ্চ তিনজন খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ দিয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে তাসকিনের পর এবার সাইফকে দলে ভিড়িয়েছে ঢাকা। দলের একটি সূত্র নিশ্চিত করেছে এ তথ্য।
টেস্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা সাইফ হাসান সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন। গত কয়েক মাসে তিনি সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে দেশের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে সাইফের পারফরম্যান্সেও এসেছে দৃশ্যমান উন্নতি। আর তাই তাকে পেয়ে বিপিএলে ব্যাটিং লাইনআপে বাড়তি শক্তি পেল ঢাকা ক্যাপিটালস।
ঢাকার দলে এখন পর্যন্ত সরাসরি চুক্তিতে দুই তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাইফ হাসান যোগ দিয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যে এই দুইজনের অবদানই ছিল সবচেয়ে বড়।
আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল প্লেয়ার্স ড্রাফট। তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারদের সরাসরি দলে নিচ্ছে।
এবারের বিপিএলে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স।