ভারত জাতীয় ফুটবল দল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে যে স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে নেই দীর্ঘদিনের মুখচ্ছবি সুনীল ছেত্রী। বুধবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) নিশ্চিত করেছে কোচ খালিদ জামিলের বাছাই করা ২৩ জনের তালিকায় জায়গা হয়নি এই অভিজ্ঞ ফরোয়ার্ডের।
আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রতিবেশী। এই ম্যাচকে ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে আলোচনার ঝড় চলছে। তবে পরিসংখ্যান বলে ভারতের জন্য ম্যাচটির ফলাফল খুব বেশি কিছু বদলাবে না। আগের চার ম্যাচে দুই ড্র আর দুটি হার তাদের শেষ স্থানে ঠেলে দিয়েছে ‘সি’ গ্রুপে। মাত্র ২ পয়েন্ট নিয়ে ভারত এখন গ্রুপের তলানিতে। সমান পয়েন্টে বাংলাদেশ তৃতীয় অবস্থানে। অন্যদিকে হংকং ও সিঙ্গাপুর ৮ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে মূলপর্বের পথে।
বেঙ্গালুরুতে বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। তিন দিন প্রস্তুতির পর ১৫ নভেম্বর তারা ঢাকায় পৌঁছাবে।
৪১ বছরের ছেত্রীর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নতুন নয়। বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে তিনি আবারও আন্তর্জাতিক মঞ্চে ফেরার আশা জাগালেও নতুন কোচ খালিদ জামিল ভরসা রেখেছেন যুবাদের ওপর। মাত্র কয়েক মাস আগে দায়িত্ব নেওয়া জামিল ছেত্রীকে সিএএফএ নেশনস কাপেও বিবেচনায় নেননি।
এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন। ভারতীয় গণমাধ্যম মনে করছে, বিশেষ কোনো পরিস্থিতি না হলে জাতীয় দলে ছেত্রীকে আর দেখা নাও যেতে পারে। তার পরিবর্তে জায়গা পেয়েছেন তরুণ নামগুলো। অনূর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়া মোহাম্মদ সানানও আছে সম্ভাব্য ফরোয়ার্ডদের তালিকায়।
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি, সাহিল
রক্ষণভাগ: আকাশ মিশ্র, অনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হমিংথানমাওইয়া রালতে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান
মধ্যমাঠ: আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্দেজ, লালরেমত্লুয়াংগা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।
আক্রমণভাগ: ইরফান যাদওয়াদ, লালিয়ানজুয়ালা চ্যাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং।