আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে দুই ম্যাচের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর টেস্ট দলের নেতৃত্বে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।
ঘোষিত দলে অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছেন বেশ কিছু তরুণ ক্রিকেটারও। ওপেনিংয়ে আছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়, যাদের ওপর থাকবে ইনিংস ওপেনিংয়ের দায়িত্ব। মিডেল অর্ডারে অভিজ্ঞ মুমিনুল হক, মুশফিকুর রহিম, ও লিটন কুমার দাস। এই তিনজনই দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে গুরু দায়িত্ব পালন করবেন।
উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলি অনিক রয়েছেন দলে। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পেস আক্রমণে আছেন সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, এবং তরুণ প্রতিভা নাহিদ রানা। এছাড়া বাঁহাতি স্পিনার হাসান মুরাদকেও রাখা হয়েছে দলে।
বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।