বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর নতুন কার্যালয়ের উদ্বোধন হয়েছে আজ সোমবার। রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে বোতাম টিপে ‘হোম অব বিএসপিএ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেনসহ সংগঠনের সাবেক সভাপতি ও সদস্যরা।
বিএসপিএর তিন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আজীবন সদস্য ইকরামউজ্জমান, সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান দুলাল ও মোস্তফা মামুন সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে আটজন সাবেক সভাপতি ও পাঁচজন সাধারণ সম্পাদককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বিএসপিএ ১৯৯২ সালে আমাকে প্রথম স্বীকৃতি দিয়েছিল যে আমি একজন ভালো ক্রিকেটার। তাদের চোখে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছিলাম। সে সময়ের মতো আজও বিএসপিএ ক্রীড়াঙ্গনকে অনুপ্রাণিত করছে। ক্রিকেট ও বিএসপিএর নতুন যাত্রা শুভ হোক।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা অনেক কিছু ভুলে যাই, কিন্তু আপনাদের লেখার কারণে ইতিহাস টিকে থাকে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে বিএসপিএর নেতৃত্বে বাংলাদেশ একটি স্পোর্টস মিউজিয়াম দেখতে পাবে। ক্রীড়া সংগঠনগুলো দেশের স্পোর্টস ইকোনমি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আর সেই বার্তাটি বিএসপিএ-ই ছড়িয়ে দেবে।’
বিএসপিএর নতুন কার্যালয় নির্মাণে আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়েছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। তিনি বলেন, ‘আজ বিএসপিএর জন্য অত্যন্ত আনন্দের দিন। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে পারলে অনেক জাতীয় সমস্যা সমাধান সম্ভব। আমরা বিএসপিএর পাশে ছিলাম, আছি এবং থাকব।’
৬৩ বছরের ঐতিহ্য নিয়ে এগিয়ে চলা বিএসপিএর জন্য এ নতুন কার্যালয় যেন ক্রীড়া সাংবাদিকদের ‘সেকেন্ড হোম’। জাতীয় স্টেডিয়ামের প্রায় তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে তোলা এই আধুনিক কার্যালয়ের নকশা করেছেন স্থপতি ও বিএসপিএর সিনিয়র সদস্য ড. নিজামউদ্দিন।
নতুন কার্যালয়ে রয়েছে সুপ্রশস্ত লবি, সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ, প্রশাসন ও হিসাব বিভাগ, মেম্বারস লাউঞ্জ, কনফারেন্স রুম, লাইব্রেরি, স্টুডিও, স্পোর্টস রুম, কিচেন, দুটি ওয়াশরুম ও স্টোররুম। পাশাপাশি রয়েছে সবুজে ঘেরা পরিবেশ ও নয়নাভিরাম স্টেডিয়াম ভিউ, যা সাংবাদিকদের জন্য এক সত্যিকারের আরামদায়ক কর্মপরিসর তৈরি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা জাতীয় স্টেডিয়ামে অবস্থিত বিএসপিএর নবনির্মিত কার্যালয় পরিদর্শন করেন।