তানজিদের ফিফটি, জয়ে দরকার ২৪ বলে ৪২

তানজিদের ফিফটি, জয়ে দরকার ২৪ বলে ৪২

টি-টোয়েন্টিতে ৪১তম ম্যাচে নবম ফিফটি তানজিদ হাসান তামিমের। ৩৯ বলে দুই চার আর তিন ছক্কায় ৫০পূর্ণ করেন। তিনি। তার ব্যাটে ভর করেই জয় দেখছে বাংলাদেশ।

জয়ের জন্য শেষ ৪ ওভার তথা ২৪ বলে বাংলাদেশ করতে হবে ৪২ রান। হাতে আছে ৭ উইকেট। ৫৭ ও ৮ রানে ব্যাট করছেন তানজিদ হাসান তামিম ও জাকের আলী। 

জীবন পেয়েও ব্যর্থ লিটন কুমার দাস। বাংলাদেশ দলের অধিনায়ক ফিরলেন ১৭ বলে ২৩ রান করে। আকিল হোসেনের বলে স্টাম্প উড়ে যায় লিটনের।

২০ রানের সময় ক্যাচ তুলে দিয়ে শেরেফান রাদারফোর্ডের কল্যাণে বেঁচে স্বস্তির নিঃশ্বাস ফেলেস লিন। অধিনায়ক আউট হন ৭.৩ ওভারে দলীয় ৪৮ রানে। তার আগে দলীয় ১৩ রানে ফেরেন ওপেনার সাইফ হাসান। তিনি ১১ বলে ৫ রানের বেশি করতে পারেননি।

বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে উইন্ডিজ।

দলের হয়ে ৩৬ বলে তিন চার আর তিন ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫৫ রান করেন অধিনায়ক শাই হোপ। এছাড়া ৩৩ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার আলিক অ্যাথানেজ।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ২০ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন। আর ৩৫ রানে ২ উইকেট নেন নাসুম আহমেদ।

জয়ের জন্য ১২০ বলে বাংলাদেশ দলকে করতে হবে ১৫০ রান। এর ব্যতিক্রম হলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে ক্যারিবীয়রা।

বুধবার টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই তাসকিনের শিকারে পরিনত হন ওপেনার ব্রেন্ডন কিং।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক শাই হোপ। তিনি আরেক ওপেনার আলিক অ্যাথেঞ্জকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান। দ্বিতীয় উইকেট জুটিতে তাড়া ৫৯ বলে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন। তাদের ব্যাটিং তাণ্ডব দেখে মনে হয়েছিল দুইশ ছাড়িয়ে যাবে ক্যারিবীয়রা। 

১২তম ওভারে গিয়ে উইন্ডিজের লাগাম টেনে ধরেন বাংলাদেশ দলের বোলাররা।

১১.২ ওভারে দলীয় ১০৬ রানে আউট হন ওপেনার অ্যালিক অ্যাথানেজ। তিনি ৩৩ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫২ রান করে নাসুম আহমেদের শিকার হন।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেই আউট হন শেরেফান রাদারফোর্ড। তিনি নাসুম আহমেদের বলে বোল্ড ডাক মারেন। তাকে আউট করার মধ্য দিয় পরপর দুই বলে ২ উইকেট নেন নাসুম।

ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া ক্যারিবীয় অধিনায়ক শাই হোপকে ফেরান মোস্তাফিজুর রহমান।

সিরিজের প্রথম ম্যাচে ১৬৫ রান করে ১৬ রানে জয় পেয়েছে সরকারী উইন্ডিজ। আজকের ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে তাদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS