জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডেই দারুণ এক জয় তুলে নিয়েছে খুলনা বিভাগ। চার দিনের ম্যাচ শেষ হয়েছে আড়াই দিনেই। এর পুরো কৃতিত্ব আফিফ হোসেন ধ্রুবর। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট শিকার করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তিনি, হয়েছেন ম্যাচসেরাও।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসে ৩১৩ রানের সংগ্রহ গড়ে নেয় খুলনা। একসময় ১৯৩ রানে ৭ উইকেট হারানোর পর জিয়াউর রহমান ও শেখ পারভেজ রহমান জীবন দলকে বড় সংগ্রহে পৌঁছে দেন। জিয়া ৯১ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেন ৬৯ রান, জীবন ৯৮ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় খেলেন ৭৩ রানের দুর্দান্ত ইনিংস।
এছাড়া ইমরানউজ্জামান ৪৩, সৌম্য সরকার ৩৭ এবং এনামুল হক ৩০ রান যোগ করেন দলের পক্ষে। বরিশালের হয়ে রুয়েল মিয়া ও মঈন খান তিনটি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে গিয়ে ব্যর্থ হয় বরিশাল। আফিফের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে ৪১ ওভার ৩ বলেই ১২৬ রানে গুটিয়ে যায় দলটি। আফিফ একাই নেন ৬ উইকেট, তাতেই ফলোঅনে পড়ে বরিশাল।
ফলোঅনে ব্যাট করতে নেমেও তেমন প্রতিরোধ গড়তে পারেনি তারা। দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে অলআউট হয় বরিশাল। দলের হয়ে শামসুর রহমান শুভ ৪৪ এবং ইফতেখার হোসেন ইফতি ৪০ রান করেন।