এনসিএলের ভেন্যু ও সূচি চূড়ান্ত

এনসিএলের ভেন্যু ও সূচি চূড়ান্ত

২৭তম জাতীয় ক্রিকেট লিগ ২০২৫-২০২৬ আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে। যেখানে অংশ নেবে দেশের আটটি জেলা ভিত্তিক দল- সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রংপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম এবং বরিশাল। লিগটি চার দিনের ম্যাচের ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি রাউন্ডের শেষে দুই দিনের বিশ্রাম থাকবে। 

প্রথম রাউন্ডের ম্যাচ সিলেট বনাম ময়মনসিংহ ( সিলেট) দিয়ে শুরু হবে, এরপর ঢাকা বনাম রংপুর (সিলেট আউটার), খুলনা বনাম বরিশাল ( খুলনা) ও চট্টগ্রাম বনাম রাজশাহী (রাজশাহী) ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী রাউন্ডগুলোতে দলগুলো ভিন্ন ভেন্যুতে মুখোমুখি হবে, যেমন সিলেট বনাম ঢাকা (সিলেট), সিলেট বনাম রংপুর (কক্সবাজার-১), সিলেট বনাম খুলনা (সিলেট), সিলেট বনাম চট্টগ্রাম (বগুড়া), সিলেট বনাম রাজশাহী (সিলেট) এবং সিলেট বনাম বরিশাল (রাজশাহী)। 

লিগ শুরু হওয়ার আগে খেলোয়াড়দের হোটেল চেক-ইন ও প্র্যাকটিস সেশন থাকবে এবং শেষ দিনে হোটেল চেক-আউটের মাধ্যমে আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

এই লিগ দেশের ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে, যেখানে নতুন প্রতিভা খুঁজে বের করার সুযোগও থাকবে। দেশের বিভিন্ন স্টেডিয়ামে ম্যাচের মান, আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS