‘প্রমাণ আছে, হামলা চালিয়েছে পাকিস্তান’—তিন ক্রিকেটার নিহতের ঘটনায় আফগানিস্তান

‘প্রমাণ আছে, হামলা চালিয়েছে পাকিস্তান’—তিন ক্রিকেটার নিহতের ঘটনায় আফগানিস্তান

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের এক বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।নিহত ক্রিকেটাররা হলেন কবির, সিফগাতুল্লাহ এবং হারুন। উরগুন জেলায় চালানো এই হামলায় মোট আটজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।

এই ‘বর্বরোচিত’ হামলার প্রতিবাদে আফগানিস্তান আসন্ন পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে বিমান হামলার দায় স্বীকার করা হয়নি। বরং পাকিস্তান সরকারের বিভিন্ন পর্যায় থেকে আফগানিস্তানের কাছে প্রমাণ চাওয়া হয়েছে। জবাবে প্রমাণ থাকার দাবি করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)

এএনআই-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে, এসিবির মুখপাত্র সৈয়দ নাসিম সাদা’ত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে, যা আমাদের মিডিয়া টিমের তৈরি করা ভিডিও রিপোর্টে বিশ্বের সবাই দেখেছে। এটা স্পষ্ট যে এই হামলা পাকিস্তান চালিয়েছে। ’

সাদা’ত বিশ্ব ক্রিকেট বোর্ডগুলোর প্রতি এই হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সকল ক্রিকেট বোর্ডের প্রতি এই ধরনের বর্বরোচিত হামলার নিন্দা জানানোর আহ্বান জানাই, কারণ ক্রিকেট শান্তির বার্তা বহন করে। ক্রিকেটাররা হলেন শান্তির দূত, এবং তাদের যুদ্ধ থেকে দূরে থাকা উচিত। খেলাধুলায় যুদ্ধের হস্তক্ষেপ করা উচিত নয়। ’

তিনি আরও জানান, এই ঘটনার পরই এসিবি ম্যানেজমেন্ট পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তকে আফগানিস্তানের সিনিয়র খেলোয়াড়সহ জাতীয় দলের সকল খেলোয়াড় স্বাগত জানিয়েছেন। সাদা’ত বলেন, ‘তারা (খেলোয়াড়রা) শহীদ ক্রিকেটার এবং ওই এলাকার অন্যান্য নিরীহ মানুষের পরিবারের প্রতি তাদের শোক ও সমবেদনা জানিয়েছেন। ’

জানা গেছে, নিহত তিন খেলোয়াড় পাকতিকার রাজধানী শারানায় একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলে উরগুনে নিজেদের বাড়িতে ফিরেছিলেন। এরপর একটি জমায়েতের সময় তাদের লক্ষ্যবস্তু করা হয়। এসিবি এক বিবৃতিতে এই আক্রমণকে ‘পাকিস্তান সরকারের কাপুরুষোচিত কাজ’ বলে অভিহিত করেছে।

আফগান তারকা ক্রিকেটার রশিদ খানসহ ক্রিকেট বিশ্বের অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এদিকে, ইসলামাবাদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আফগানিস্তান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জিম্বাবুয়েকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। পিসিবি নিশ্চিত করেছে যে জিম্বাবুয়ে এই আমন্ত্রণ গ্রহণ করেছে।

আগামী ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে এই ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। সিরিজের ফাইনালসহ বাকি পাঁচটি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যা ২৯ নভেম্বর শেষ হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS