ইসরায়েলি হামলার পরদিনই কাতার গেলেন আমিরাতের প্রেসিডেন্ট, যাচ্ছেন বিন সালমানও

ইসরায়েলি হামলার পরদিনই কাতার গেলেন আমিরাতের প্রেসিডেন্ট, যাচ্ছেন বিন সালমানও

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কাতারের দোহা শহরে দখলদার ইসরায়েলের বর্বর বিমান হামলার ঘটনার পর দিনই সংহতির বার্তা নিয়ে কাতারে পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। 

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) তার এই সফরের খবরটি নিশ্চিত করেছে আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম।

এ ঘটনার একদিন আগেই ইসরায়েল দোহায় আক্রমণ চালিয়ে হামাসের শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে লক্ষ্যবস্তু বানায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বর্বর এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়তে শুরু করেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একজন কূটনৈতিক কর্মকর্তা জানিয়েছেন, জর্ডানের ক্রাউন প্রিন্স হুসেইন-ও একই দিনে কাতারে পৌঁছাতে পারেন।

এ ছাড়া আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাতারে পৌঁছানোর কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সফরগুলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে আরব নেতাদের কাতারের প্রতি সংহতি এবং রাজনৈতিক সমন্বয় জোরদারের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS