‘উই আর দ্য চ্যাম্পিয়ন’

‘উই আর দ্য চ্যাম্পিয়ন’

কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের আবহটা আজ ভিন্ন। নিজেদের ঘরের মাঠে শিরোপা উৎসবে মেতেছিল চ্যাম্পিয়ন মোহামেডান।পেশাদার ফুটবল লিগের প্রথম শিরোপা জয়ে সাদা-কালো শিবিরের উল্লাস ছিল বাঁধভাঙা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছিল মোহামেডান। আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করার পর শিরোপা উদ্‌যাপন করে চ্যাম্পিয়নরা।

খেলা শেষে নতুন বিশেষ জার্সি পরেছিলেন ফুটবলার ও কোচ। যেখানে লেখা ‘উই আর দ্য চ্যাম্পিয়ন’। ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত জেতা শিরোপাগুলোর সালও লেখা ছিল টি শার্টে।  ধর্মসাগর পাড়ে দেশের পেশাদার ফুটবল লিগের নতুন চ্যাম্পিয়ন মোহামেডানকে নিয়ে সমর্থকরা দিনটি স্মরণীয় করে রাখলো।  

সাদা কালো জার্সির মোহামেডান আজ হলুদ রঙের বিশেষ জার্সি পরে উৎসবে মেতেছিল। রাতে মতিঝিলে ক্লাব প্রাঙ্গণে তাদের সঙ্গে উল্লাস করতে অপেক্ষায় আছেন সমর্থকেরা। আগেই শিরোপা নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচে একটু ঢিলেঢালা ভাবেই খেলতে দেখা যায় মোহামেডানকে।  

ম্যাচের শুরুতে মোহামেডানকে গার্ড অব অনার দেন ব্রাদার্সের ফুটবলাররা। সপ্তম মিনিটে বিকায়ে দিয়ারার গোলে এগিয়ে যায় গোপীবাগের ক্লাব ব্রাদার্স। সেই গোল মোহামেডান শোধ করে ২৫ মিনিটে মেহেদি হাসান মিঠুর হেডে। ৩৮ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। ৬৯ মিনিটে দলেল তৃতীয় এবং দ্বিতীয় গোলটি করেন দিয়াবাতে। তবে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ব্রাদার্স। ৭১ মিনিটে এমফন উদোহ ও ৮৭ মিনিটে জুয়েল রানার গোলে এক পয়েন্ট পায় তারা।

মোহামেডানের উৎসবের দিনে অবসর নিয়েছেন ব্রাদার্সের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ম্যাচের ৪৩ মিনিটে বদলি হয়ে অবসরে যান রানা। ম্যাচের বিরতিতে তার হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন মোহামেডানের গোলকিপিং কোচ ছাইদ হাছান কানন, বাফুফের জাকির হোসেন চৌধুরি, ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান এবং ঢাকা আবাহনীর নজরুল ইসলাম।  

দিনের অন্য ম্যাচে ইয়ংমেন্স ফকিরেরপুল ২-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়ে তাদের অবনমন নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS