শিরোপার আরও কাছে মোহামেডান, পুলিশের কাছে হারল কিংস

শিরোপার আরও কাছে মোহামেডান, পুলিশের কাছে হারল কিংস

চট্টগ্রাম আবাহনীকে সহজেই হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপার আরও কাছে পৌঁছে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার (১৬ মে) চট্টগ্রামের দলটিকে ৪-১ গোলে হারিয়েছে সাদাকালো জার্সিধারীরা।দিনের আরেক ম্যাচে কিংস এরেনাতে অঘটনের জন্ম দিয়েছে পুলিশ এফসি। বসুন্ধরার ঘরের মাঠে তাদের ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ।

কিংস এরেনাতে বসুন্ধরাকে একমাত্র মোহামেডান হারিয়েছিল। মোহামেডানের পর দ্বিতীয় দল হিসেবে কিংস এরেনায় তাদের হারালো পুলিশ। দীপক রায়ের গোলে জয় পেয়েছে সফরকারীরা।

মোহামেডানের ম্যাচে সুলেমানে দিয়াবাতে দলকে এগিয়ে নেওয়ার পর সানডের গোলে ব্যবধান হয় দ্বিগুণ। মোজাফ্ফর মোজাফ্ফরভ ব্যবধান আরও বাড়ানোর পর সানডে করেন নিজের দ্বিতীয় গোল। চট্টগ্রাম আবাহনীর একমাত্র গোলটি করেন সুমন হোসেন।

১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর প্রথমবারের মতো শিরোপা জয়ের দোরগোড়ায় মোহামেডান। লিগে তাদের বাকি আছে আর তিনটি ম্যাচ। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে আপাতত ১০ পয়েন্টে এগিয়ে মোহামেডান। তাদের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে আবাহনী। লিগ টেবিলের শীর্ষ ও তলানির দলের মধ্যকার লড়াইয়ে অনুমিতভাবে এগিয়ে ছিল মোহামেডান। চট্টগ্রাম আবাহনীও গোলমুখ আগলে রাখতে পারে ২৯তম মিনিট পর্যন্ত। বাম দিক থেকে এদুয়ার্দ মোরিওর ক্রস ধরে মোহাম্মদ নাঈমকে নিখুঁত টোকায় পরাস্ত করেন দিয়াবাতে। এগিয়ে যায় মোহামেডান। চলতি লিগে এটি মালির এই ফরোয়ার্ডের ১০ম গোল।

বিরতির আগে সানডের দুর্দান্ত গোলে ব্যবধান হয় দ্বিগুণ। বক্সের বেশ বাইরে থেকে নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের জোরাল শট গোলরক্ষক নাঈম বুঝে ওঠার আগেই লুটোপুটি খায় জালে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়িয়ে নেয় মোহামেডান। মোজাফ্ফরভের গতিময় শট গোলরক্ষকের গ্লাভসে লেগে ঠিকানা খুঁজে পায়। ৬০ মিনিটে সানডের দ্বিতীয় গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে সাদাকালো জার্সিধারীরা। শেষ দিকে সুমন যা একটু হারের ব্যবধান কমান। ১৫ ম্যাচে ১৪ হার ও এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলে তলানিতে আছে চট্টগ্রাম আবাহনী। অবনমন এড়ানোর আশা তাদের বেঁচে আছে স্রেফ কাগজে-কলমে।

দিনের অপর ম্যাচে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS