News Headline :
ক্লাব বিশ্বকাপের আগেই রিয়ালের কোচ হচ্ছেন জাবি আলোনসো

ক্লাব বিশ্বকাপের আগেই রিয়ালের কোচ হচ্ছেন জাবি আলোনসো

রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ ভাবনায় যে নামটি ছিল একেবারে শুরু থেকেই, সেই জাবি আলোনসোকেই ক্লাব বিশ্বকাপে কোচ হিসেবে দায়িত্ব দিচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। কোনো অন্তর্বর্তী কোচ নয়, কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়—একেবারে স্থায়ী ভিত্তিতেই দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক তারকা মিডফিল্ডার।

এই গ্রীষ্মেই যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ থেকেই শুরু হবে জাবির নতুন যাত্রা। রিয়াল বোর্ড এবং সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে এই টুর্নামেন্টের গুরুত্ব অনেক বেশি—বিশ্ব ফুটবলে মর্যাদার প্রশ্ন তো বটেই, প্রথম বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ও ১৫০ মিলিয়ন ইউরোর মতো মোটা অঙ্কের প্রাইজমানিও রিয়ালের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।

রিয়ালের দৃষ্টিতে, এমন একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে একজন অভিজ্ঞ কোচকেই দায়িত্বে রাখা উচিত। তাই অন্তর্বর্তী কোচ হিসেবে সান্তিয়াগো সোলারির মতো কাউকে বসানোর ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছে ক্লাব। আলোনসোকে জানিয়ে দেওয়া হয়েছে—“এই দায়িত্ব এখনই, বিশ্বকাপ দিয়েই শুরু। ”

কোনো প্রস্তুতির সময় নেই, লড়াই শুরু এখনই

এই সিদ্ধান্ত যেন রিয়ালের জন্য মৌসুমের মাঝপথে কোচ পরিবর্তনের মতো। আনচেলত্তি বিদায় নিচ্ছেন, আর সেই জায়গা নিতে যাচ্ছেন জাবি—বিনা প্রস্তুতিতে। তবে তার সামনে রয়েছে একাধিক বড় চ্যালেঞ্জ:

– এ মৌসুমে রিয়াল কোনো বড় শিরোপা জিততে পারেনি—মনোবল অনেকটাই ভেঙে গেছে।
– দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে আক্রান্ত।
– মৌসুমের ক্লান্তিতে অনেকেই শারীরিকভাবে নিঃশেষ।
– স্কোয়াডে এমন অনেক খেলোয়াড় আছেন, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত।
– ক্লাব বিশ্বকাপ শুরুর আগে জাতীয় দলে চলে যাবে বেশিরভাগ খেলোয়াড়—ফলে প্রস্তুতির সময়ও নেই।

এই বাস্তবতায় আলোনসোর চ্যালেঞ্জ অনেক বড়—তার নিজস্ব পরিকল্পনা, যেমন পাঁচ ডিফেন্ডারের কৌশল, সেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব হবে কি না, সেটা নিয়েই প্রশ্ন। হয়তো জুনেই শুরু হবে তার কৌশলগত পরিবর্তন, আবার হয়তো অপেক্ষা করতে হবে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত।

আনচেলত্তি যাচ্ছেন ব্রাজিলে

আলোনসোর পথচলার ধরন অনেকটাই মিলে যাচ্ছে বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে। আনচেলত্তি খুব শিগগিরই দায়িত্ব নিতে যাচ্ছেন ব্রাজিল জাতীয় দলের। ক্লাব ফুটবল থেকে সরে গিয়েই যোগ দেবেন বিশ্বের অন্যতম চাহিদাসম্পন্ন জাতীয় দলে—যেখানে লক্ষ্য একটাই, ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠবারের মতো শিরোপা জয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS