হিব্রু ভাষায় লেখা পৃথিবীর প্রাচীনতম বাইবেল ৩৮ মিলিয়ন ডলারে (প্রায় ৪০০ কোটি টাকা) নিলামে বিক্রি হয়েছে। এর ফলে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাণ্ডুলিপির স্বীকৃতি পেল এই বাইবেল। এটি ছিল প্রথম যুগে লেখা বাইবেলের একটি সম্পূর্ণ সংস্করণ।
কোডেক্স স্যাসুন নামের এই সংস্করণটি প্রায় ১১০০ বছর আগে লেখা হয়েছিল বলে মনে করা হয়।
এটি বিরাম চিহ্ন, স্বরবর্ণ এবং উচ্চারণসহ হিব্রু বাইবেলের সব খণ্ড একত্র করে প্রাচীনতম একক পাণ্ডুলিপির একটি জীবন্ত উদাহরণ।
মার্কিন আইনজীবী এবং প্রাক্তন রাষ্ট্রদূত আলফ্রেড মোসেস বাইবেলটি ইসরায়েলের তেল আবিবের একটি মিউজিয়ামের জন্য কিনে নিয়েছেন।
ক্রয়কারী আলফ্রেড মোসেস এক বিবৃতিতে বলেন, হিব্রু বাইবেল ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী গ্রন্থ এবং এটি পশ্চিমা সভ্যতার ভিত্তি তৈরি করে। তাই তিনি এটি মানুষকে দেখার জন্য উন্মুক্ত করে দিতে চান।