২০২৭ পর্যন্ত থাকছেন সিমন্স, বাংলাদেশকে নিয়ে যেতে চান নতুন উচ্চতায়

২০২৭ পর্যন্ত থাকছেন সিমন্স, বাংলাদেশকে নিয়ে যেতে চান নতুন উচ্চতায়

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়ে দেশে ফিরে আসল বাংলাদেশ। তারপরও কোচের ওপর আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ফিল সিমন্সের সঙ্গে নবায়ন করা হয়েছে চুক্তি। নতুন চুক্তি করেই ভবিষ্যতে বাংলাদেশের হয়ে বড় কিছু অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গতকাল এক বিবৃতিতে বিসিবি ফিল সিমন্সের চুক্তির বিষয়টি নিশ্চিত করে। গত বছরের অক্টোবরে দায়িত্ব নেওয়া এই কোচের অধীনে শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারে বাংলাদেশ। এরপর কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় ছাড়া আর কোনো সাফল্য নেই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই চুক্তি ফুরোয় সিমন্সের।  

অভিজ্ঞতা ভালো না হলেও সিমন্সকে রেখে দিয়েছে বিসিবি। এই কোচও অবশ্য ভালো কিছু অর্জনের কথা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের মধ্যে থাকা প্রতিভা অস্বীকার করার সুযোগ নেই। আমি বিশ্বাস করি একসঙ্গে মিলে বড় কিছু অর্জনের সম্ভাবনা আমাদের আছে। সামনের সময়ের জন্য উন্মুখ অপেক্ষায় আছি। ’

ক্রিকেটারদের মধ্যে অনেক সম্ভাবনা দেখছেন সিমন্স। তাদের নিয়ে বড় কিছু অর্জন করতে পারবেন বলে মনে করেন তিনি, ‘এরই মধ্যে অনন্য সাধারণ কিছু ক্রিকেটারের সঙ্গে কাজ করে এই দলের মধ্যে আমি অমিত সম্ভাবনা দেখতে পাচ্ছি৷ তাদের স্কিল ও খেলাটির প্রতি নিবেদন আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। একসঙ্গে মিলে বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে বিশেষ কিছু অর্জন করতে পারব আমরা। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS