বাংলাদেশ ফুটবল দলের অন্যরকম এক অনুশীলনের রাত

বাংলাদেশ ফুটবল দলের অন্যরকম এক অনুশীলনের রাত

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে আজ অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। আজকের অনুশীলনটা অন্যদিনের চেয়ে ভিন্ন।এই অনুশীলনকে ভিন্নতা প্রদান করেছে বাংলাদেশের ফুটবলের বড় তারকা হামজা চৌধুরী।  

মাঠের প্র্যাকটিস থেকে শুরু করে মাঠের বাইরে সব ক্ষেত্রেই ছিল ভিন্নতা। বাংলাদেশের অনুশীলন দেখতে উপস্থিত হয়েছিল কয়েকশ ফুটবল ফ্যান। এমনটা ইউরোপিয়ান ফুটবলে নিয়মিত হলেও বাংলাদেশের ফুটবলে এমনটা বিরল।  

সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাফুফে এবং স্পন্সর প্রতিষ্ঠান ইউসিবি ব্যাংকের কর্মকর্তারা। এসব কিছুই হামজা চৌধুরীকে ঘিরে। গ্যালারিতে-গ্যালারির বাইরে সমর্থকরা গলা ফাটিয়েছেন হামজা হামজা বলে। ক্লোজ ডোর অনুশীলন হওয়ায় নির্ধারিত সময়ের পর মাঠ ছাড়তে হয়েছে সমর্থকদের। তবে হামজা মাঠ ছাড়া রাত পর্যন্ত স্টেডিয়াম প্রাঙ্গণ ছাড়েনি সমর্থকরা। অনুশীলন শেষ স্লোগান স্লোগানের টিম বাসকে বিদায় দিয়েছে তারা।  

আজ মাঠের অনুশীলনও ছিল ভিন্নতা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী সঙ্গে তাল মিলাতে নিজেদের সর্বোচ্চা দিয়ে অনুশীলন করেছে দলের ফুটবলার। তাদের মধ্যেও দেখা গেছে অন্যরকম এক গতি। বাংলাদেশের ফুটবলের নতুন মাত্রা যোগ করছে হামজা এটা বলার অপেক্ষা রাখে না। হামজার হাত ধরে নতুন দিনের শুরু এমনটাই ভাবছেন সকলে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS