ইমরান খান সম্পর্কিত ‘৮০৪’ লেখা ক্যাপ পরায় পিসিবির জরিমানা

ইমরান খান সম্পর্কিত ‘৮০৪’ লেখা ক্যাপ পরায় পিসিবির জরিমানা

ইমরান খান সম্পর্কিত ক্যাপ পরার কারণে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানি পেসার আমের জামালের বিরুদ্ধে। তাকে প্রায় ১৩ লাখ রুপি জরিমানাও করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।এছাড়া আরও ৭ জনকে এমন জরিমানা করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে বিস্তারিত জানায়। সেখানে বলা হয়, রাজনৈতিক স্লোগান লেখা হ্যাট পরায় জামালকে জরিমানা করা হয়েছে। জামাল গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজের প্রথম টেস্টে একটি সাক্ষাৎকারের সময় রাজনৈতিক স্লোগান ‘৮০৪’ লেখা ওই ক্যাপটি পরেছিলেন। যাকে বোর্ডের ‘নিরপেক্ষতা নীতি’র লঙ্ঘন হিসেবে চিত্রায়িত করেছে পিসিবি।

পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানকে কেন্দ্র করে ‘৮০৪’ লেখা ক্যাপটি আলোচিত। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে থাকা ইমরানের কয়েদি নম্বর ৮০৪। ২০২৩ সালের মে মাস থেকে ইমরান কারাগারে আছেন। এ বছরের জানুয়ারিতে একটি দুর্নীতি মামলায় তার ১৪ বছরের সাজা হয়েছে। তার সমর্থকেরা বিভিন্ন জায়গায় ‘কয়েদি নম্বর ৮০৪’ ব্যবহার করে থাকেন।
 
আমের ছাড়াও বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় অনিয়মের দায়ে জরিমানা হয়েছে সালমান আলী আগা, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদিকে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS