ইস্পাত-অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক বসছে: ট্রাম্প 

ইস্পাত-অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক বসছে: ট্রাম্প 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করবেন, যা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে কানাডায়।

ট্রাম্প আরও বলেন, সপ্তাহের শেষের দিকে তিনি সেসব দেশের ওপর পাল্টা শুল্কের ঘোষণা দেবেন, যারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরোপ করে।তবে তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি বা কোনো ছাড় থাকবে কি না, সে বিষয়েও কিছু জানাননি।

‘তারা যদি আমাদের ওপর শুল্ক আরোপ করে, আমরাও করব,’ বলেন ট্রাম্প। এই পদক্ষেপ প্রেসিডেন্টের বাণিজ্য নীতি ঘিরে উত্তেজনা আরও এক ধাপ বাড়াল। এরইমধ্যে চীন যুক্তরাষ্ট্রের শুল্কের বিপরীতে পাল্টা শুল্ক আরোপ করেছে।

এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, তিনি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ‘সবার জন্য’ শুল্ক ঘোষণা করবেন। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ধরনের ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইস্পাত ও অ্যালুমিনিয়াম বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকো। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইস্পাত আমদানি-রপ্তানি খুব বেশি হয় না। তবে, বাণিজ্য সংস্থা ইউকে স্টিল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো শুল্ক যুক্তরাজ্যের ইস্পাত শিল্পের জন্য ‘বিধ্বংসী আঘাত’ হয়ে দাঁড়াবে।

ট্রাম্প তার প্রথম মেয়াদে কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা ইস্পাতের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS