চীনের একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে ৭৮ বছর বয়সী এক মার্কিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। হংকংয়ের স্থায়ী বাসিন্দা জন শিং ওয়ান লিউংকে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। এই ধরণের সাজা বিদেশি নাগরিকদের জন্য চীনে খুবই বিরল।
বিবিসি জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সুজোর আদালত তার বিরুদ্ধে থাকা অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
আদালতের এক বিবৃতিতে বলা হয়, চীনের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সি দুই বছর আগে লিউংকে গ্রেপ্তার করেছিল। তাকে গুপ্তচরবৃত্তির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
গ্রেপ্তারের সময় লিউং কোথায় বসবাস করছিলেন তা স্পষ্ট নয়।
বেইজিংয়ে মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, তারা এই বিষয়ে অবগত।
ঘটনাটি এমন সময় প্রকাশ্যে এলো যখন তাইওয়ান নিয়ে দুই পরাশক্তির মধ্যে এক শীতল যুদ্ধ চলছে।