বক্সিং ডে টেস্টে বাজিমাত করলেন স্টিভেন স্মিথ। টানা দ্বিতীয় ম্যাচে হাঁকালেন সেঞ্চুরি।পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন প্যাট কামিন্স। এতে প্রথম ইনিংসে ভালে পুঁজি পেল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ভারতের শুরুটা হয়েছে ভালো। কিন্তু দিনের শেষ দ্রুত উইকেট হারিয়ে বিপদে আছে তারা।
মেলবোর্নে আজ চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে দিন শেষ করেছে ভারত। এর আগে প্রথম ইনিংসে ৪৭৪ রান করা অস্ট্রেলিয়া থেকে তারা পিছিয়ে আছে ৩১০ রানে।
৬ উইকেটে ৩১১ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। স্মিথ ও প্যাট কামিন্সের ব্যাটে শুরুটা ভালো হয় তাদের। এর মধ্যে সেঞ্চুরি পেয়ে যান স্মিথ। ১৬৭ বলে হাঁকানো শতক টেস্টে তার ৩৪তম। অপরদিকে ফিফটির পথে এগোচ্ছিলেন কামিন্স। কিন্তু ছুঁতে পারেননি। এক রান আগেই জাদেজার বলে উইকেট হারান তিনি। ভাঙে ১১২ রানের জুটি।
তবে লড়তে থাকেন স্মিথ। তবে ১৪০ রানে থামে তার ইনিংস। ১৯৭ বলে গড়া তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ২ ছক্কায়। শেষদিকে বাকিরা দ্রুত উইকেট হারালে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতের হয়ে ৪ উইকেট নেন জসপ্রিত বুমরাহ। ৩টি নেন জাদেজা। দুটি উইকেট পান আকাশ দ্বীপ।
জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার রোহিত শর্মাকে হারায় ভারত। স্রেফ ৩ রানে কামিন্সের শিকার হন তিনি। শুরুর এই ধাক্কা সামলে দলকে এগিয়ে নিতে থাকেন জয়সওয়াল ও লোকেশ রাহুল। ৪৩ রানের জুটি গড়েন তারা। ২৪ রানে রাহুল বোল্ড হলে ভাঙে এই জুটি। এরপর বিরাট কোহলি এসে সঙ্গ দেন জয়সওয়ালকে। দ্রুত এগোতে থাকেন ভারতীয় ওপেনার। তবে সেঞ্চুরির আশা জাগিয়ে বিদায় হন তিনি ৮২ রানে। ১১৮ বলে তার ইনিংসটি গড়া ছিল ১১ চার ও ১ ছক্কায়।
জয়সওয়ালের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে ভারত। ৩৬ রানে বিদায় নেন বিরাট কোহলি। এরপর নাইটওয়াচম্যান হিসেবে নামানো আকাশও ফেরেন সাজঘরে। শেষের দুটি উইকেট নেন স্কট বোল্যান্ড।