জয় দিয়ে বছর শেষ করল মোহামেডান

জয় দিয়ে বছর শেষ করল মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ জয় দিয়ে রাঙাল মোহামেডান। ফটিংস এফসিকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা।দিনের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে সমান ব্যবধানে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স।  

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ প্রথমার্ধে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন এমানুয়েল সানডে। এই ব্যবধান শেষ পর্যন্ত ধরে রাখে আলফাজ আহমেদের শিষ্যরা। অপর ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ৪২তম মিনিটে শাকিল আলি এগিয়ে নেন ঢাকা ওয়ান্ডারার্সকে। এই গোলেই জয় পায় তারা।

ছন্দে থাকা মোহামেডান এগিয়ে যেতে সময় নেয়নি খুব বেশি। সপ্তদশ মিনিটে তাদের এগিয়ে নে সানডে। বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে আর্নেস্ট বোয়াটেং খুঁজে নেন এই ফরোয়ার্ডকে। বক্স থেকে প্লেসিং শটে জাল খুঁজে নিতে ভুল করেননি এই নাইজেরিয়ান। ৪০তম মিনিটে ব্যবধান বাড়াতে পারত তারা। বোয়াটেংয়ের টোকা বক্সের বাইরে দিয়ে চলে যায়।

বিরতির পর আগের মতোই খেলতে থাকে মোহামেডান। ৬৪তম মিনিটে সুযোগ পায় তারা। তবে সানডের এবারের শট ওপর দিয়ে উড়ে চলে যায়। কিছুক্ষণ পর ফর্টিসের পা ওমর সার জালে বল পাঠান। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

আসরে এই পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সবগুলোতে জয়ে ১৫ পয়েন্ট নিয়ে বছর শেষ করেছে মোহামেডান। টেবিলের শীর্ষেই রয়েছে তারা। আর ফর্টিস এফসির পয়েন্ট ৫। ৪ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে বের হয়ে এসেছে ঢাকা ওয়ান্ডারার্স। আসরে সবগুলো ম্যাচে হেরে তলানিতে রয়েছে চট্টগ্রাম আবাহনী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS