টি-টোয়েন্টির শীর্ষ দশে মেহেদী, ক্যারিয়ারসেরা অবস্থানে তাসকিন-রিশাদরা

টি-টোয়েন্টির শীর্ষ দশে মেহেদী, ক্যারিয়ারসেরা অবস্থানে তাসকিন-রিশাদরা

ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার পুরস্কার পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দারুণ পারফরম্যান্সে আইসিসি র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তারা।সিরিজসেরা মেহেদী হাসান ফিরেছেন বোলারদের শীর্ষ দশে। আর তাসকিন আহমেদ, রিশাদ হোসেনসহ আরও কয়েকজন উঠেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে।

ক্যারিবীয়দের বিপক্ষে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন মেহেদী। ৩ ম্যাচের সিরিজে নিয়েছেন ৮ উইকেট। গড়ে প্রতি ম্যাচে ২০ রানের কম খরচ করেছেন তিনি। সিরিজসেরা হওয়া এই স্পিনার টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা দশে। এর আগে ২০২১ সালে প্রথমবার দশে ঢুকেছিলেন তিনি।

বোলারদের মধ্যে মেহেদীর সবচেয়ে কাছে আছেন তাসকিন আহমেদ। সিরিজে ৭ উইকেট নেওয়া এই ডানহাতি পেসার ৭ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ারসেরা ১১ নম্বর স্থানে। শীর্ষ বিশে বাংলাদেশের তৃতীয় বোলার রিশাদ। ২১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে উঠেছেন তিনি।  

চলতি বছর টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট নিয়েছেন রিশাদ। এক বছরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে নেন ৬ উইকেট। ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবও। ২৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে আছেন হাসান এবং ১৬ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে আছেন তানজিম।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে জাকের আলীর। ৮৫ ধাপ এগিয়ে ৮৭তম স্থানে উঠেছেন তিনি।  

আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে নতুন নজির স্থাপন করেছেন শীর্ষে থাকা ভারতের জসপ্রিত বুমরাহ। তার রেটিং পয়েন্ট এখন ৯০৪। ভারতীয় বোলারদের মধ্যে তার সমান রেটিং পয়েন্টের কীর্তি আছে কেবল রবিচন্দ্রন অশ্বিনের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অশ্বিন অবসর নিয়েছেন। আর আগামীকাল বক্সিং ডে টেস্টে খেলবেন বুমরাহ। ফলে তার এগিয়ে যাওয়ার সুযোগ আছে ভালোভাবেই।  

টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন ট্রাভিস হেড। ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ১৫২ রান করে এই অজি ব্যাটার উঠে এসেছেন চতুর্থ স্থানে। তৃতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকানো স্টিভেন স্মিথ ফের ঢুকেছেন শীর্ষ দশে। আর প্রথম টেস্টে ভারতের জয়ে দারুণ ব্যাটিং করা লোকেশ রাহুল ১০ ধাপ এগিয়ে উঠেছেন ৪০তম স্থানে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS