বাংলাদেশিদের বিষয়ে যে ঘোষণা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

বাংলাদেশিদের বিষয়ে যে ঘোষণা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

অবৈধ বাংলাদেশিদের শিগগিরই ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।  

বুধবার (২৫ ডিসেম্বর) মহারাষ্ট্রের নাগপুরে এক সংবাদ সম্মেলনে দেবেন্দ্র ফড়নবিশ এই ঘোষণা দিয়েছেন বলে এক  প্রতিবেদনে জানিয়েছে ইটিভি ভারত

দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, যারা বৈধ নথি ছাড়া মহারাষ্ট্রে বসবাস করছেন, তাদের চিহ্নিত করার জন্য রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চলছে। অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে ফড়নবিশ বলেন, রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের খুব শিগগিরই বিতাড়িত করা হবে। বর্তমানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য তল্লাশি অভিযান চলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি মহারাষ্ট্রের কল্যাণ শহর এবং এর আশপাশের এলাকা থেকে কয়েকজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সেখানের আইনশৃঙ্খলা বাহিনী। রাজ্যের অন্যান্য অংশে কিছু বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন বলে দাবি করা হচ্ছে।

উল্লেখ্য, ৫ আগস্টে শেখ হাসিনার দেশত্যাগ করে ভারতে পালানোর পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা চলছে।  

এরই প্রেক্ষাপটে অবৈধ বাংলাদেশিদের শনাক্তে কোমর বেঁধে নেমেছে ভারতের কয়েকটি রাজ্য।  দিল্লি, মহারাষ্ট্রের পাশাপাশি আসামেও চলছে অভিযান।

মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, গত কয়েকদিনের অভিযানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

মহারাষ্ট্র পুলিশ গত ২৩ ডিসেম্বর জানিয়েছে, গত দুই দিনের অভিযানে ৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, থানেতে অবৈধভাবে থাকছিলেন তারা। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সোমবার ৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধেও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে। সোমবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানান, রাজ্য থেকে ৬ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS