‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’-এ আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের খ্যাতিমান দুই কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও খুরশীদ আলম। আগামী শুক্রবার বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তিতে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে সংগীতাঙ্গনের প্রায় অর্ধশত শিল্পী পারফর্ম করবেন। তাদের মধ্যে রয়েছেন- আবদুল হাদী, খুরশীদ আলম, ফকির শাহাবুদ্দীন, রিজিয়া পারভীন, শাহনাজ বেলী, এসএম শফি, স্বীকৃতি, সুমি শবনম, সোহেল মেহেদী, তাহরিমা বতুল রিভা, তাবিজ ফারুক, তাজুল ইসলাম, নেহা, নাসির, সুস্মিতা সুলতানা শম্প, রবিন আহমেদ, জাবুল ইসলাম, নওশীন মনজুর, ক্লোজআপ তারকা নোলক বাবু, শাহনাজ বাবুসহ অনেকে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের। উদ্বোধন করবেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কজিম উদ্দিন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারী।