ভারতে কর্ণাটক নির্বাচন: বিজেপি পরাজিত, কংগ্রেসের বড় জয়

ভারতে কর্ণাটক নির্বাচন: বিজেপি পরাজিত, কংগ্রেসের বড় জয়

ভারতের কর্ণাটকে বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ভারতের বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)কে হারিয়ে জয় লাভ করেছে রাহুল গান্ধীর দল কংগ্রেস।

ভারতের বিধানসভার মোট ২২৪ আসনের মধ্যে ১৩৯টি আসনে জয় লাভ করেছে কংগ্রেস, যেখানে বিজেপি পেয়েছে ৬২টি আসন।

আসন সংখ্যায় পিছিয়ে পড়ার পরপরই পরাজয় স্বীকার করেছেন বিজেপির প্রতিনিধিত্বকারী কর্ণাটকের বর্তমান মূখ্যমন্ত্রী বাষাভরাজ বোমানি।

এদিকে জয় লাভ করে ভারতের বিভিন্ন স্থানে বিজয় শোভাযাত্রা করছে কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ব’কর্ণাটকে হিংসার বাজার বন্ধ হয়েছে, ভালোবাসার দোকান খুলেছে’। পাশাপাশি এই ফলাফলের জন্য তিনি কর্ণাটকবাসীকে ধন্যবাদ জানান।

কর্ণাটকে অনুষ্ঠিত ভারতের বিধানসভার এবারের নির্বাচনে সর্বচ্চ সংখ্যক ৭৩.১৯% ভোটার অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS