বিপিএল দেখা যাবে সারা দেশ থেকে, ‘ময়ূখ’র বয়ানে জানাল টি স্পোর্টস

বিপিএল দেখা যাবে সারা দেশ থেকে, ‘ময়ূখ’র বয়ানে জানাল টি স্পোর্টস

আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। বরাবরের মতো এবারও টি স্পোর্টসের পর্দায় বিপিএল আনন্দে মেতে উঠবেন সারা দেশের ক্রিকেটপ্রেমীরা।শুধু টিভি নয়, বরং দেশের যেকোনো স্থান থেকে খেলা দেখা যাবে টি স্পোর্টস অ্যাপেও। সেই তথ্যটি ক্রিকেটপ্রেমীদের মাঝে ছড়িয়ে দিতে বেশ অভিনবভাবে নিজেদের প্রচার করল দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেলটি। যেখানে ছিলেন ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষও। বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।  

আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। রিপাবলিক বাংলাও এর বাইরে নয়। বিশেষ করে সংবাদমাধ্যমটির সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট ময়ূখ নাটকীয় উপস্থাপনা অনেকের কাছেই হাসির খোঁড়াক। তারই একটি উপস্থাপনার চুম্বক অংশকে  নিজেদের প্রচারণায় কাজে লাগায় টি স্পোর্টস।

যেখানে দেখা যায় বাংলাদেশের দিনাজপুর, গাইবান্ধা, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম ও রংপুর জেলার নাম নিচ্ছেন ময়ূখ। ভিডিও নিচেই ক্যাপশনে লেখা ‘দেশের যেকোনো প্রান্ত থেকে বিপিএল দেখবেন টি স্পোর্টস অ্যাপে’।  

অভিনব এই প্রচারণাটি এখন পর্যন্ত ফেসবুকে দেখা হয়েছে প্রায় ১৫ লাখ বার। তাছাড়া প্রতিক্রিয়াও পড়েছে এক লাখের ওপরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS