দুদিন আটক থাকার পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শীর্ষ নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিনে মুক্তি পেয়ে লাহোরের জামান পার্কের বাসভবনে ফিরেছেন। খবর জিও নিউজের।
শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্চে তার জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় পিটিআই প্রধানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত। তবে জামিন পাওয়ার পর তাকে ফের গ্রেপ্তার করা হতে পারে আশঙ্কায় প্রায় ১১ ঘণ্টা আদালতের ভেতরেই অবস্থান করেন তিনি। পরে গভীর রাতে লাহোরের পথে রাজধানী ইসলামাবাদ ত্যাগ করেন।
লাহোরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইমরান খান অভিযোগ করেন, লাহোরের উদ্দেশ্যে রওনা দিতে গেলে বিপদের কথা বলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির। তিন ঘণ্টা অপেক্ষা করান তাকে।
পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী এক ভিডিওবার্তায় জাতির প্রতি ‘ব্যাপক প্রতিবাদের জন্য প্রস্তুত থাকার’ আহ্বান জানিয়েছেন।