বুধবার (১১ মে) বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুল ওয়াদুদ ও যুগ্মসাধারণ সম্পাদক ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন-এর নেতৃত্বে একদল প্রতিনিধি দল ছাত্রলীগ নেতা টিপু সুলতানকে দেখতে পঙ্গু হাসপাতালে যান। এ সময় তারা টিপুর চিকিৎসার খোঁজখবর নেন ও হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। নেতৃবৃন্দ টিপুর চিকিৎসার ত্বরিত ব্যবস্থা নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
ফিকামলি তত্ত্বের জনক, রাজনৈতিক বিশ্লেষক ড. আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের জানান, টিপুকে নিয়ে বাংলাভিশনের সংবাদ দেখার পরপরই তিনি টিপুর চিকিৎসার ব্যয়ভার নিতে এগিয়ে আসেন, অনেকেই টিপুকে দেখতে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী টিপুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, খোঁজ খবর রাখছেন- এটা একজন কর্মীর জন্য খুবই সন্তুষ্টির বিষয়। বঙ্গবন্ধু কন্যার মহানুভবতা ও কর্মীদের প্রতি ভালোবাসা দেখে অভিভূত না-হয়ে থাকা যায় না।