বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান— কথাটা একবাক্যে মেনে না নেওয়ার মানুষ খুবই কম। এখন অবশ্য বেশ কঠিন সময় কাটছে তার।বিভিন্ন বাস্তবতায় সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের দলেও নেই সাকিব। বোলিংয়ে তার ঘাটতি পূরণে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে। তবে ভিসা জটিলতায় প্রথম ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি ও নাহিদ রানা। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দিয়েছেন তারা।
এর আগে বিমানবন্দরে সাংবাদিকদের নাসুম বলেন, ‘উনাকে (সাকিব) তো সবসময় মিস করা হয়, উনার অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী দুই ম্যাচের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ’
প্রথম ওয়ানডেতে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ২৩৫ রান তাড়ায় নেমে হেরেছে ৯২ রানে। আগামী শনিবার দ্বিতীয় ও সোমবার আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলবে তারা।