৪০০ মানুষকে উদ্ধারের কথা জানালেন গায়ক তাসরিফ খান

৪০০ মানুষকে উদ্ধারের কথা জানালেন গায়ক তাসরিফ খান

দুই বছর আগে সিলেটের বন্যার সময় বন্যার্তদের পাশে থেকেছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের গায়ক তাসরিফ খান। যেকোনো প্রাকৃতিক দুর্যোগেই তিনি দাঁড়িয়ে যান মানুষের জন্য।

এবারও এক মুহূর্ত দেরি না করে ইতিমধ্যেই লক্ষ্মীপুর হয়ে ফেনীতে পৌঁছে গেছেন তিনি। সঙ্গে নিয়ে গেছেন স্পিডবোট।

সেখান থেকে সামাজিকমাধ্যম ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, প্রথম দিনশেষে বিকেল থেকে রাত পর্যন্ত দুইটি স্পিডবোট দিয়ে ফেনীর লস্করহাট থেকে আমরা ৪০০’র বেশি মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।

তাসরিফ বলেন, এখানকার ডিসির নেতৃত্বে ছাত্রদের সাপোর্ট, লোকাল সাপোর্ট ও রোভার স্কাউটের সহযোগিতায় এই কার্যক্রম করা সম্ভব হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) ভোর থেকে ১৮টা বোট নিয়ে ছাগল নাইয়া, ফুলগাজী, পরশুরাম এবং আরো দুর্গম এলাকাগুলোতে ঢুকবেন বলেও জানান এই তরুণ।

এখানেই শেষ নয়। তিনি ফেনীর বন্যাদুর্গতদের পরিস্থিতির আপডেট জানিয়ে আরো একটি পোস্টে লেখেন,  কয়েক শত বোট ট্রাকে করে ফেনীতে ঢুকেছে। বড় পরিসরে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণ চলবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS