ফোন চেকিংয়ের প্রতিবাদ জানালেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

ফোন চেকিংয়ের প্রতিবাদ জানালেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি-৩২ নম্বরে পথচারীদের ফোন চেকিংয়ের ঘটনায় বিভিন্নজনের তরফ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসার পর- এ কাণ্ডের নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ নিন্দা জানান।

এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘ছাত্রলীগ ফোন চেক করলেও প্রাইভেসি লঙ্ঘন, আপনারা আজকে যেটা করলেন সেটাও প্রাইভেসি লঙ্ঘন। প্রাইভেসি লঙ্ঘন যেই করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। ’

প্রসঙ্গত, আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। আজকের দিনকে ঘিরে আওয়ামী লীগ থেকে কোনো প্রতিবিপ্লবের চেষ্টা হলে ছাত্র–জনতা মিলে প্রতিহত করবে বলে গতকাল হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, ‘যে ফ্যাসিস্ট সরকার ১৬ বছর ধরে এদেশের মানুষকে শোষণ করেছে, তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে বিপ্লব ঘটিয়েছে। যেই জায়গায় কেউ যদি আবার প্রতিবিপ্লবের কথা ভুলেও মুখে নেয়, তার মানে পুরো ছাত্র জনতার বিপক্ষে একটি ঘোষণা দিচ্ছে। ’

যে কারণে আওয়ামী লীগের কর্মসূচিকে প্রতিহত করতে গতকাল রাতেই ছাত্র-জনতা ধানমন্ডি-৩২ ও আশপাশের এলাকা দখলে নেয়। ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগ সন্দেহে তল্লাশি করা হচ্ছে, মোবাইলফোন চেক করে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা খোঁজা হচ্ছে সেই এলাকায়।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS