ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হতে কেন এত বেশি সময় লাগছে? সংশ্লিষ্ট কর্মকর্তাদের এমন প্রশ্ন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১৬তম সভায় তিনি বলেন, উন্নত দেশে সড়ক বিভাজনের মধ্যেই পিলার রেখে উন্নয়ন হয়; ঢাকার কিছু কিছু ক্ষেত্রে তা হয়নি। সভায় কর্মকর্তারা বলেন, এক্সপ্রেসওয়ের কিছু অংশ দ্রুতই চালু করা হচ্ছে।