অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (৬ মে) আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, পশ্চিম তীরের তুলকারেম শহরের কাছে নুর শামস শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনী অভিযান চালিয়ে তাদের হত্যা করে। ২২ বছর বয়সী ওই দুই যুবকের বুকে, ঘাড়ে এবং পেটে গুলি লাগে।
ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, নিহতরা গত মঙ্গলবার ইসরাইলিদের ওপর গুলি চালিয়েছিল। ওই ঘটনায় ইসরাইলি বেসামরিক মানুষ নিহত হয়। পরে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করতে পশ্চিম তীরে অভিযান চালালে দুই বন্দুকধারী পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গত ৪ মে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১১১ ফিলিস্তিনি নিহত হয়েছে।