আমি সব সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই থাকব: নীতীশ

আমি সব সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই থাকব: নীতীশ

এনডিএ জোটের সংসদীয় প্রতিনিধিদের বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী এবং জনতা দলের নেতা নীতীশ কুমার বলেছেন, আমি সব সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই থাকব। এই সময় দেশের জন্য অর্থপূর্ণ কিছু করতে না পারার অভিযোগ তুলে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের সমালোচনাও করেন তিনি।

মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, পরের বার যখন আপনি (ক্ষমতায়) আসবেন, তখন এবার যারা এখানে-সেখানে জিতেছে তারাও হেরে যাবে।  

তিনি আরও বলেন, আমাদের দল, জনতা দল (ইউনাইটেড), ভারতের প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীকে সমর্থন করে। এটা খুবই আনন্দের বিষয় যে তিনি গত ১০ বছর ধরে প্রধানমন্ত্রী ছিলেন এবং আবারও প্রধানমন্ত্রী হবেন। তিনি দেশের সেবা করেছেন। যে কাজ অবশিষ্ট আছে, তিনি এবার তাও পূরণ করবেন, আমরা তার সাথেই থাকব।

গত ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ব্যর্থ হলে নীতীশ এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও হয়ে উঠেছেন ‘কিংমেকার’। তাদের পাওয়া মোট ২৮টি আসনের ওপর ঝুলে আছে এনডিএ জোটের সরকার গঠনের ভাগ্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS