গাজায় নিহত বেড়ে ৩৫ হাজার ৮০০

গাজায় নিহত বেড়ে ৩৫ হাজার ৮০০

যুদ্ধ শুরুর পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮০০ জনে। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৯১ জনের।উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।  

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। সেই থেকে গাজায় আহত হয়েছেন অন্তত ৮০ হাজার ১১ জন।  

কয়েক হাজার বাসিন্দা সেখানে ধ্বংসস্তূপের নিচে পড়ে কয়েক হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছেন। তারা নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে সামনে রেখে ইসরায়েল গাজার রাফা শহরে হামলা বাড়িয়েছে। গাজায় যুদ্ধবিরতির নির্দেশ দিতে আইসিজের কাছে আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।  

এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে দুই দিনের অভিযানে ১২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।  

জাতিসংঘ বলছে, রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় আট লাখের বেশি মানুষ পালিয়ে গেছে। বাস্তুচ্যুত পরিবারগুলো ভবনের ধ্বংসাবশেষের মধ্যেই বসবাস করছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS