কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ

কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ

দিল্লির মুখ্যমন্ত্রী এবং প্রধান বিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়ালকে মদ দুর্নীতি মামলায় ১৫ এপ্রিল পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।  

সোমবার দিল্লির রোজ অ্যাভিনিউ আদালত এ আদেশ দেন।

তবে আদালত তাকে তিহার জেলে স্থানান্তর করার আগে তার স্ত্রী সুনিতা কেজরিওয়াল এবং মন্ত্রী অতীশি এবং সৌরভ ভরদ্বাজের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, দেশটিতে জাতীয় নির্বাচনে ভোট শুরু হওয়ার তিন সপ্তাহেরও কম সময়ের আগে আদালত এ আদেশ দিলেন।  

ভারতের আর্থিক অপরাধ-তদন্তকারী সংস্থা শহরের মদ নীতি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল এবং তাকে ১ এপ্রিল পর্যন্ত সংস্থার হেফাজতে পাঠিয়েছিল।

কেজরিওয়ালকে ২১ মার্চ মদ নীতি কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয়।

আম আদমি পার্টি (এএপি) দাবি করেছে কেজরিওয়ালকে ‘বানোয়াট’ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এবং তার ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক হস্তক্ষেপ অস্বীকার করেছে।

সংবাদ ওয়েবসাইট লাইভ ল জানিয়েছে, এজেন্সির আইনজীবীরা সোমবার বলেছেন কেজরিওয়াল ‘অসহযোগী’ ছিলেন এবং ‘অবস্থামূলক’ জবাব দিচ্ছিলেন। আদালতকে তাকে ১৫ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার আদেশ দিয়েছেন।

যদিও গ্রেপ্তারের জন্য মোদিকে দায়ী করেছেন কেজরিওয়াল।

আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী যা করছেন তা দেশের জন্য ভালো নয়।  

কেজরিওয়ালের গ্রেপ্তারের আগে তার দলের সিনিয়র নেতা একই দুর্নীতির মামলায় বন্দি ছিলেন।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS