ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মঙ্গলবার রাজস্থানের জয়সালমিরে দুর্ঘটনার শিকার হয়েছে। বাহিনীটির তেজস যুদ্ধবিমান প্রশিক্ষণকাল বিধ্বস্ত হয়।পাইলট নিরাপদে বের হতে পেরেছেন।
এ ঘটনায় ভারতীয় বিমান বাহিনী এক বিজ্ঞপ্তিতে বলেছে, অপারেশনাল ট্রেনিং সর্টির সময় বিমান বাহিনীর তেজশ দুর্ঘটনার শিকার হয়। পাইলট নিরাপদে বের হতে পেরেছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়েছে বলেও জানায় ভারতীয় বিমান বাহিনী
হালকা যুদ্ধবিমান তেজস ভারতীয় সামরিক বাহিনীর ব্যবহৃত একটি সুপারসনিক বিমান। এটি অভ্যন্তরীণভাবে উৎপাদিত।
গত মাসের শুরুর দিকে, পশ্চিমবঙ্গে প্রশিক্ষণের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়।
কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশনের কাছে বেসামরিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। তবে কোনো প্রাণহানি বা বেসামরিক সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেবার দুই পাইলটই নিরাপদে বের হয়ে যান।