নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৫ উইকেটে জয়লাভ করেছে স্বাগতিক পাকিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে তারা। এই ম্যাচে বেশ কয়েকটি রেকর্ড স্পর্শ করেছে পাক অধিনায়ক বাবর আজম ও তার দল।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে রান তাড়া করতে নেমে ৪৮.৩ ওভারে ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা।
এদিন নিজেদের ওয়ানডে ইতিহাসের ৫০০তম জয় তুলে নিয়েছে পাকিস্তান। তাদের আগে এই মাইলফলক স্পর্শ করেছে দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও ভারত। ওয়ানডেতে সর্বোচ্চ ৫৯৪ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ভারত জিতেছে ৫৩৯ ওয়ানডে।
পাকিস্তানের ঐতিহাসিক জয়ের ম্যাচে রেকর্ড গড়েছেন বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ ব্যাটার হিসেবে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড গড়েছেন বাবর। পাকিস্তান অধিনায়কের ২৭৭ ইনিংসে সংগ্রহ ১২০৪৩ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান:
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ): ২৫৫ ইনিংস
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা): ২৬৪ ইনিংস
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া): ২৬৯ ইনিংস
জো রুট (ইংল্যান্ড): ২৭৫ ইনিংস
বিরাট কোহলি (ভারত): ২৭৬ ইনিংস
বাবর আজম (পাকিস্তান): ২৭৭ ইনিংস