টি-টোয়েন্টিতে জাপানের দুই ওপেনারের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টিতে জাপানের দুই ওপেনারের বিশ্বরেকর্ড

পাঁচ বছরও টিকল না উসমান গনি ও হজরতউল্লাহ জাজাইয়ের রেকর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে দেরাদুনে ২৩৬ রানের জুটি গড়েছিলেন তারা।তা ভেঙে দিয়ে নতুন এক বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছেন জাপানের দুই ওপেনার লাচলান ইয়ামামোতো-লেক ও কেন্ডেল কাদোয়াকি-ফ্লেমিং।  

হংকংয়ে মং ককে চলমান পূর্ব এশিয়া কাপে চীনের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নেয় জাপান। কোনো উইকেট না হারিয়ে ২৫৮ রান যোগ করে তারা। ওপেনিং তো বটেই যেকোনো উইকেটে টি-টোয়েন্টি ইতিহাসে তা সর্বোচ্চ রানের জুটি।  

ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপ্রতিরোধ্য থাকেন দুই ওপেনার। দুজনেই দেখা পান সেঞ্চুরির। ৬৮ বলে ৮ চার ও ১২ ছক্কায় ১৩৪ রানে অপরাজিত থাকেন লাচলান। এটিই তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে ৫৩ বলে ৩ চার ও ১১ ছক্কায় অধিনায়ক ফ্লেমিং অপরাজিত ছিলেন ১০৯ রানে।  

রানপাহাড়ের জবাব দিতে নেমে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় চীন। তাতে ১৮০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS