ক্ষুদ্র গ্রামের নিয়ন্ত্রণ দাবি ইউক্রেন-রাশিয়া দুদেশেরই

ক্ষুদ্র গ্রামের নিয়ন্ত্রণ দাবি ইউক্রেন-রাশিয়া দুদেশেরই

রাশিয়ার দাবি, দেশটির বাহিনী ইউক্রেনের খারকিভ অঞ্চলের তাবাইভকা গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে কিয়েভ এ দাবি প্রত্যাখ্যান করেছে।খবর আল জাজিরার।  

সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে মস্কো ক্ষুদ্র গ্রামটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। অন্যদিকে ইউক্রেনের কর্মকর্তারা দ্রুত জাতীয় টিভি চ্যানেলে জানান, গ্রামটি কিয়েভ নিয়ন্ত্রণেই রয়েছে।

এ মতবিরোধ ফ্রন্টলাইনের জটিল আর ঘোলাটে পরিস্থিতি চিত্রায়িত করে, যা প্রায় দুই বছর ধরে চলছে।

রাশিয়ার সেনাবাহিনী বলছে, তারা তাবাইভকা স্বাধীন করেছে। তবে ইউক্রেনের স্থলবাহিনীর যোগাযোগ প্রধান ভলোদিমির ফিতিও বলেন, এটি বাস্তবতার সাথে মেলে না। অঞ্চলটির কাছেই যুদ্ধ চলছে।  

ফিতিও বলেন, তবুও মস্কো সব দিক থেকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।  

তাবাইভকা গ্রামের অবস্থান লুহানস্ক অঞ্চল লাগোয়া সীমান্তের কাছেই। মস্কোর আক্রমণের আগে এখানে জনসংখ্যা ছিল ৩৪ জন।  

এ সংঘাত যে একটি অচলাবস্থায় পৌঁছেছে, তা রাশিয়া-ইউক্রেন উভয়ই অস্বীকার করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS