বাবরের সেঞ্চুরিতে দাপুটে জয় পাকিস্তানের

বাবরের সেঞ্চুরিতে দাপুটে জয় পাকিস্তানের

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। সিরিজের প্রথমটিতে নিজের ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শততম ম্যাচে শতকের দেখা না পেলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে শতকের দেখা পেয়েছেন বাবর।

বাবরের সেঞ্চুরিতে ভর করে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৮ রানে হারিয়েছে পাকিস্তান। শনিবার (১৫ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে পাকিস্তান। ১৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। উদ্বোধনী জুটিতে ৯৯ রান সংগ্রহ করে এই দুই ব্যাটার। রিজওয়ানের ফিফটি ও বাবরের সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে পাকিস্তান। রিজওয়ান ৩৪ বলে ৫০ রান করে আউট হলেও ৫৮ বলে ১০১ রানে অপরাজিত থাকেন বাবর। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি নেন ২টি উইকেট।

১৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন দুই কিউই ওপেনার টম ল্যাথাম ও চ্যাড বোয়েস। তবে তা ধরে রাখতে পারেনি তারা। পেসার হ্যারিস রউফের বোলিং তোপে পড়ে কিউই ব্যাটাররা। মার্ক চ্যাপম্যানের অর্ধশতকে ভর করে ২০ ওভারে ১৫৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ৪০ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন মার্ক চ্যাপম্যান। পাকিস্তানের পক্ষে হ্যারিস রউফ নেন ৪টি উইকেট। এই জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো পাকিস্তান। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS