News Headline :
মোশাররফ করিমকে চিঠিতে যা লিখলেন ভাবনা

মোশাররফ করিমকে চিঠিতে যা লিখলেন ভাবনা

ঢাকা ও পশ্চিমবঙ্গে শুক্রবার (১৯ জানুয়ারি) একযোগে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত টালিউড সিনেমা ‘হুব্বা’। মুক্তির পর বাংলাদেশ ও ভারতের সিনেমা হলে হাউসফুল শোগুলো।

সিনেমায় হুব্বা চরিত্রে দাপুটে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন মোশাররফ করিম। সাধারণ দর্শকের পাশাপাশি অনেক তারকাও প্রশংসা করছেন। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।  

‘হুব্বা’ ও মোশাররফ করিমের প্রশংসায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি চিঠি লিখেছেন তিনি।  

ভাবনার সেই চিঠিটি পাঠকের উদ্দেশে দেওয়া গেল –

‘প্রিয় মোশাররফ করিম, গতকাল হুব্বা দেখছি। আমি সিনেমা হলে গিয়ে দেখি, দায়িত্ব নিয়েই দেখি। মোশাররফ করিম আমাদের সবার প্রিয় অভিনেতা, আমার সঙ্গে তার সম্পর্কটা ছিল একদম বাবা-মেয়ের মতন। আমি সব সময় আমার বাবার চেহারার সঙ্গে এই লোকটার চেহারার মিল পাই। গতকাল হলে গিয়েও বারবার তাই মনে হচ্ছিল। বাবা-মেয়ের যেমন অকারণে অভিমান হয় আমাদেরও হয়তো তাই হয়েছিল, তাও অন্য লোকের কারণে। ছোট ছিলাম, আবেগ ছিল ভয়ংকর, তাই রাগও করেছিলাম অনেক। সেও বাবার মতো করেই আমার সব কথা চুপ করে শুনেছে। বাবার মতোই কিছুই বলেনি। বড় মানুষেরা এমনই হয়। ’

এই অভিনেত্রী আরও লেখেন, ‘শোনো তোমাকে বলছি— হুব্বা হয়ে যা দেখাইলা তুমি বাবারে বাবা। তুমি জানো তুমি কত বড় অভিনেতা, একের পর এক সিনেমা করো। কারণ তুমি ১০০-তে ২০০। আর আমি আবার জিতে গেলাম। আমার কোনো সিনেমা হলে গিয়ে তুমি দেখে আমাকে একটা ফোনও করোনি। যদিও রিলিজই হয়েছে মোটে দুটো। অনেক ভালোবাসা, কালকে হলে তোমাকে দেখে যেমন খুশি হয়েছি, তেমনি মনটাও খারাপ হয়েছে। তোমাকে অনেক দিন দেখি না, আড্ডাও হয় না। আমি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছি, পরে আমার চেহারা চিনতে অসুবিধা হবে। ইতি, ভাবনা’।

পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই হুব্বা। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ নানা অপরাধে তার দাপট ছিল।

প্রিয় Mosharraf Karim❤️

গতকাল হুব্বা দেখছি

আমি সিনেমা হলে গিয়ে দেখি , দায়িত্ব নিয়েই দেখি ,

মোশারফ করিম আমাদের সকলের প্রিয় অভিনেতা , আমার সাথে তার সম্পর্ক টা ছিলো একদম বাবা – মেয়ের মতন , আমি সবসময় আমার বাবার চেহারার সাথে এই লোকটার চেহারার মিল পাই , গতকাল হলে গিয়েও বার বার তাই মনে হচ্ছিল , বাবা মেয়ের যেমন অকারণে অভিমান হয় আমাদের ও হয়তো তাই হয়েছিল তাও অন্য লোকের কারনে , ছোট ছিলাম ,আবেগ ছিল ভয়ংকর , তাই রাগ ও করেছিলাম অনেক , সে ও বাবার মত করেই আমার সব কথা চুপ করে শুনেছে ।বাবার মতই কিছুই বলে নি । বড় মানুষেরা এমনই হয় , শোনো তোমাকে বলছি ——

হুব্বা হয়ে যা দেখাইলা তুমি বাবারে বাবা

তুমি জানো তুমি কত বড় অভিনেতা , একের পর এক সিনেমা করো

কারন তুমি ১০০ তে ২০০

আর আমি আবার জিতে গেলাম

আমার কোন সিনেমা হলে গিয়ে তুমি দেখে আমাকে একটা ফোন ও করোনি, যদিও রিলিজই হয়েছে মোটে দুইটা 😂

অনেক ভালোবাসা , কালকে হলে তোমাকে দেখে যেমন খুশি হয়েছি তেমনি মনটাও খারাপ হয়েছে । তোমাকে অনেকদিন দেখি না , আড্ডাও হয় না ।

আমি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছি, পরে আমার চেহারা চিনতে অসুবিধা হবে ।

ইতি

ভাবনা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS