আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে উগান্ডার রামজানি

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে উগান্ডার রামজানি

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে উগান্ডা। আফ্রিকার দেশটিকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর আলপেশ রামজানি।বছরজুড়ে দারুণ পারফরম্যান্সের জেরে আইসিসির বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিলেন এই অলরাউন্ডার।  

৩০ ম্যাচে বল হাতে ৫৫ উইকেট নিয়ে গত বছরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন রামজানি। প্রতি ১১ বলেই পেয়েছেন উইকেটের দেখা। এছাড়া ব্যাটিংয়েও কম যাননি। নিচের দিকে নেমে ১৩২ স্ট্রাইক রেটে করেছেন ৪৪৯ রান। বাছাইপর্বে শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে ২৬ বলে ৪০ রানের বিস্ফোরক ইনিংসটিই দলকে ঐতিহাসিক এক জয় এনে দেয়।

বিশ্বকাপের টিকিট না পেলেও বর্ষসেরা একাদশে আছেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভা। ব্যাটিং-বোলিং দুটোতেই বছরটা দারুণ কেটেছে রাজার। ১২ ম্যাচে ৫১৫ রান করার পাশাপাশি ১৭ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। রাজার চেয়ে তিন ম্যাচ বেশি খেলে ২৬ উইকেট নেন বাঁহাতি পেসার এনগারাভা।

একাদশে সবচেয়ে বেশি চার ক্রিকেটারভারতের। নেতৃত্ব দেওয়া হয়েছে সূর্যকুমারের কাঁধে। দুর্দান্ত ফর্মে থেকে গত বছর ১৮ ম্যাচে দুই সেঞ্চুরিসহ ৭৩৩ রান করেছেন তিনি। ৪৩০ রান করে ওপেনিং জায়গা করে নিয়েছেন আরেক ভারতীয় যশস্বী জসওয়াল। ভারতীয় বোলার হিসেবে আছেন রবি বিষ্ণোই (১৮ উইকেট) ও আর্শদ্বীপ সিং (২৬ উইকেট)।

ওপেনিংয়ে জসওয়ালের সঙ্গী ৩৯৪ রান করা ইংল্যান্ডের ফিল সল্ট। তিনে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে। গত বছর ১৩ ইনিংসে ৩৮৪ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এছাড়া নিউজিল্যান্ড থেকে মার্ক চাপম্যান (৫৭৬), আয়ারল্যান্ড থেকে একাদশে জায়গা করে নেন মার্ক এডের (২৬ উইকেট)।   

আইসিসি বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি একাদশ: যশস্বী জসওয়াল, ফিল সল্ট, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), মার্ক চাপম্যান, সিকান্দার রাজা, আলপেশ রামজানি, মার্ক এডের, রবি বিষ্ণোই, রিচার্ড এনগারাভা, আর্শদ্বীপ সিং।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS