ইউক্রেনকে সকল বৈদেশিক সাহায্য স্থগিত করার প্রস্তাব মার্কিন কংগ্রেসম্যানের

ইউক্রেনকে সকল বৈদেশিক সাহায্য স্থগিত করার প্রস্তাব মার্কিন কংগ্রেসম্যানের

ইউক্রেনকে সকল ধরণের বৈদেশিক সাহায্য স্থগিত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান পল গোসার। অ্যারিজোনা থেকে রিপাবলিকান দলের পক্ষে নির্বাচিত গোসার রোববার টুইটারে বলেন, ‘ইউক্রেনে পাঠানো সব তহবিলের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্থগিতাদেশ প্রবর্তন করা উচিত। কারণ আমেরিকানরা বর্তমানে খাদ্য পণ্য এবং গ্যাসের খরচ বহন করতে হিমশিম খাচ্ছে।

আমেরিকানরা দৈনন্দিন ব্যায় মেটাতে হিমশিম খাচ্ছে। ফলে আমাদের এ যুদ্ধে অর্থায়ন বন্ধ করতে হবে। আমাদের বিদেশে সহায়তা দেয়া স্থগিত করা দরকার,’ তিনি লিখেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং তার ঘনিষ্ঠ চক্র অন্তত ৪০ কোটি ডলার আত্মসাৎ করেছে যা ইউক্রেন ডিজেল জ্বালানি কেনার জন্য পেয়েছিল, মার্কিন সাংবাদিক সেমুর হার্শের সূত্র অনুসারে এমন একটি নিবন্ধের স্ক্রিনশটও তিনি ওই টুইটে সংযুক্ত করেছে।

বাইডেন সরকার ইউক্রেনে প্রায় ২০ হাজার কোটি ডলার পাঠিয়েছে। আমরা জনগণ আমাদের অর্থ ফেরত চাই,’ কংগ্রেসম্যান রোববারও টুইট করেছেন। তিনি বারবার মার্কিন প্রশাসনকে কিয়েভে বিলিয়ন ডলার সামরিক সহায়তা পাঠানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS