বিপিএলে পারফর্ম করলে বিশ্বকাপে খেলা সহজ হবে: মিরাজ

বিপিএলে পারফর্ম করলে বিশ্বকাপে খেলা সহজ হবে: মিরাজ

দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একইসঙ্গে একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্টও।বিপিএল ছাড়া আর কোনো ঘরোয়া টি-টোয়েন্টি খেলার সুযোগ নেই ক্রিকেটারদের। এই ফরম্যাটের সব চোখ তাই বিপিএলে।  

এ বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল। এই টুর্নামেন্টে ‍ফরচুন বরিশালের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের বিশ্বাস, বিপিএলে পারফর্ম করলে বিশ্বকাপে খেলা সহজ হবে তাদের জন্য।

মঙ্গলবার সাংবাদিকদের মিরাজ বলেন, ‘বিশ্বকাপের আগে বিপিএলটা হচ্ছে, এটা অবশ্যই ভালো একটা সুযোগ থাকবে, ভালো প্রস্তুতিটা থাকবে। বিশ্বকাপের আগে আমরা যদি এরকম একটা টুর্নামেন্ট খেলি, আমাদের বিরাট একটা সুবিধা থাকবে। এখানে পারফর্ম করলে বিশ্বকাপে গিয়ে খেলাটা সহজ হবে। ’

‘গত বছর যেমন বিপিএল থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার এসেছে, শান্ত পারফর্ম করেছে, তাওহীদ হৃদয় পারফর্ম করেছে। ওদের কিন্তু এরপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটা একটু সহজ হয়ে গিয়েছে। শান্ত কিন্তু টানা দেড় বছরে আন্তর্জাতিকে অনেক রান করেছে। হৃদয় অনেক রান করেছে। এটা কিন্তু একটা প্রভাব পড়ে যে, বিপিএলে ভালো খেললে আন্তর্জাতিকে আমরা সার্ভিস দিতে পারব। তো এখানে পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ। ’

কেন পারফর্ম করা গুরুত্বপূর্ণ এর ব্যাখ্যায় মিরাজ বলেন, ‘কারণ এখানে বিশ্বের অনেক ক্রিকেটার আসবে। ওদের সঙ্গে ভালো খেলা, ড্রেসিং রুম ভাগাভাগি করা, অনেক কিছু শেখা যায়। একটা পরিবেশের মধ্যে থাকা হয়। আশা করি এটা খুব গুরুত্বপূর্ণ হবে। ’

প্রতি বছরই বিপিএলের উইকেট নিয়ে সমালোচনা হয়। টি-টোয়েন্টি রানের খেলা হলেও ব্যাটারদের জন্য বেশ কঠিনই হয়ে যায় এই টুর্নামেন্ট। এ নিয়েও কথা বলেছেন মিরাজ। ভালো উইকেটেরই প্রত্যাশা করছেন এই ক্রিকেটার। উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যও তার।

তিনি বলেন, ‘আমরা সবসময়ই চাই ভালো জিনিসটা হোক। উইকেট যেটা, আমরা ছোট থেকে এরকম কন্ডিশনে খেলেই বড় হয়েছি। সত্যি কথা বলতে, যেহেতু মিরপুরে খেলা আছে এবং আবহাওয়াটাও যেমন শীতের কন্ডিশন। আবহাওয়া যদি একটু ভালো থাকে বা শীতটা বেশি না পড়ে, তখন উইকেট আরেকটু ভালো থাকবে। ’ 

‘আশা করি, এখনও অনেক দিন আছে। টিম কম্বিনেশন যেভাবে আছে, সবাই সুবিধা পাবে। উইকেট যদি ভালো হয়, ব্যাটাররা সুবিধা পাবে, উইকেট যদি মোটামুটি খারাপ হয়, বোলাররা সুবিধা পাবে। আমাদের মানিয়ে নিতে হবে। এটাই আমাদের লক্ষ্য। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS