তাইওয়ান ছেড়ে চীনের হাত ধরছে নাউরু

তাইওয়ান ছেড়ে চীনের হাত ধরছে নাউরু

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ নাউরু তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। বিপরীতে চীনের ঘনিষ্ঠ হচ্ছে দেশটি।সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। খবর আল জাজিরার।

প্রেসিডেন্ট ডেভিড আদিয়াং সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী চীনকে স্বীকৃতি দিতে নাউরু সরকার সিদ্ধান্ত নিয়েছে।  

নাউরু সরকার বলেছে, দেশ ও এর জনগণের সর্বোত্তম স্বার্থে তারা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইছে।

এটি আরও বলেছে, শিগগিরই তারা তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। দেশটির সঙ্গে আর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক হবে না।  

নাউরু সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এ পরিবর্তন কোনোভাবেই অন্য দেশের সাথে আমাদের বিদ্যমান উষ্ণ সম্পর্ককে প্রভাবিত করার উদ্দেশ্যে নয়। নাউরু সার্বভৌম ও স্বাধীন দেশ এবং অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়।  

তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী তিয়েন চাং-কুয়াং বলেন, জাতীয় মর্যাদা রক্ষার জন্য নাউরুর সাথে কূটনৈতিক সম্পর্ক শেষ করছে তারা।

চীন তাইওয়ানকে নিজ অঞ্চল বলে দাবি করে। তবে তাইওয়ান শক্তভাবে বিরোধিতা করে। দেশটি নাউরুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।  

শনিবার তাইওয়ানে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়ে গেল। এ নির্বাচনের পরই এমন পদক্ষেপ এলো নাউরুর পক্ষ থেকে।  

নাউরু বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে একটি এবং সিডনি থেকে প্রায় চার হাজার কিলোমিটার (আড়াই হাজার মাইল) উত্তর-পূর্বে অবস্থিত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS