পাওনাদারদের সুখবর দিলেন ইভ্যালির রাসেল

পাওনাদারদের সুখবর দিলেন ইভ্যালির রাসেল

সবার পাওনাই পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে পাওনাদারদের সুখবর দিলেন তিনি।

রাসেল বলেন, পুরাতন গ্রাহক ও মার্চেন্টদের লেনদেন কিংবা অর্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য দু’মাসের মধ্যে ইভ্যালির নতুন অ্যাপের মাধ্যমে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, ইভ্যালির কাছে সাধারণ গ্রাহকরা সাড়ে ৩০০ কোটি টাকা এবং আর মার্চেন্টরা পাবেন ১৫০ কোটি টাকা। তবে অডিট সম্পন্ন হলে প্রকৃত দেনার পরিমাণ বলা যাবে। সবার পাওনাই ধীরে ধীরে পরিশোধ করা হবে। ইভ্যালির প্রধান লক্ষ্য সব দেনা পরিশোধ করা।

মুনাফা ছাড়া ইভ্যালি কোনো পণ্য বিক্রি করছে না জানিয়ে ইভ্যালির সিইও বলেন, এখন থেকে আর কোনো গ্রাহক পণ্য কিনে প্রতারিত হবেন না। গুণগত মানের কারণে গ্রাহকের কোনো পণ্য পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে। এ ক্ষেত্রে কুরিয়ার চার্জসহ সম্পূর্ণ অর্থ গ্রাহককে ফেরত দেওয়া হবে।

এর আগে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারা দেশে অনেক মামলা হয়। এরপর গত বছরের ১৮ ডিসেম্বর কারাগার থেকে জামিনে বের হন রাসেল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS