এবারের বিপিএলে ফরচুন বরিশালে বসেছে তারার মেলা। দলটিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবালের মতো তারকারা।ইতোমধ্যে ব্যক্তিগতভাবে অনুশীলনও শুরু করেছেন দলটির ক্রিকেটাররা।
মঙ্গলবার তেমন এক অনুশীলনেই তাসকিন আহমেদের বলে হাতে চোট পান তামিম। পরে তাকে হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে মাঠ ছাড়তে দেখা যায়। তবে আজ আবার ব্যাটিংয়ে নেমেছেন তিনি। এমনটি জানিয়েছেন দলের কোচ মিজানুর রহমান বাবুল।
তিনি বলেন, ‘কাল একটা বল লাফ দিয়েছিল। সেটা প্রভাব ফেলেনি। (তামিমের) আঙুল ঠিক আছে। অতিরিক্ত কোনো কিছু যাতে না হয় সেজন্য কাল অনুশীলন বন্ধ করে দিয়েছিল। আজ পুরোপুরি ব্যাট করেছে। ’
রংপুর রাইডার্স ছাড়া বিপিএলের বাকি দলগুলো এখনও অনুশীলন শুরু করেনি। ফরচুন বরিশালের অনুশীলন শুরু হবে ১৪ জানুয়ারি থেকে। এর আগে নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়াতে কাজ করছেন বলে জানিয়েছেন বাবুল।
তিনি বলেন, ‘আমরা আনঅফিসিয়ালি অনুশীলন শুরু করব ১৪ তারিখ থেকে। দেশি যারা আছে আমাদের খেলোয়াড়, যেহেতু পরিবেশ আছে, কাজেই কাজ করছি। আর একটা বন্ডিংয়েরও ব্যাপার আছে। এজন্য একসঙ্গে আসছি, গল্প করছি। টুকটাক স্কিল নিয়ে কাজ করছি। ’
এবারের আসরে ফরচুন বরিশালে তারকার মেলা। এর মধ্যে কে অধিনায়কত্ব করবেন? এমন প্রশ্নের উত্তরে বাবুল বলেন, ‘কে হবে বলতে পারব না (অধিনায়ক)। ম্যানেজমেন্টের বিষয়। অধিনায়কত্ব নির্ধারণ করা আছে। আনঅফিসিয়ালি হয়ত বলা হয়েছে। এখন পর্যন্ত ঘোষণা হয়েছে কিনা আমি জানি না। ’