বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা অংশ নিয়ে বহু পুরস্কার জিতেছে। এছাড়া একাধিক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছেন দেশের গুণী এই নির্মাতা।
এবার তিনি বিচারক হলেন ফ্রান্সের ‘ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমা’য়। এশিয়ার চলচ্চিত্রকে ঘিরেই হয়ে থাকে এই উৎসব।
আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভেসুল উৎসবের ৩০তম আসর। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে বাংলাদেশি নির্মাতা হিসেবে আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র দেখে বিচার-বিশ্লেষণ করবেন তিনি।
এই জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ। এছাড়া অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন। তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।
ভেসুল উৎসবে ফারুকীর নির্মিত ‘শনিবার বিকেল’, ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাগুলো এই উৎসবে পুরস্কারও জিতেছিল।
ফারুকী নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। যেখানে তিনি নিজেও অভিনয় করেছিলেন। ছিলেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও।