কলকাতা নাইট রাইডার্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অভিষেক হয়েছিল লিটন দাসের। তবে অভিষেক রাঙাতে পারেননি বাংলাদেশি এই ব্যাটার। দিল্লির বিপক্ষে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে যান লিটন। এরপর আর নিজেকে প্রমাণে দ্বিতীয় সুযোগ পাননি লিটন। তাকে ছাড়ায় চেন্নাইয়ের বিপক্ষে তাকে ছাড়ায় মাঠে নামে কলকাতা।
ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে ৪৯ রানে হেরেছে কলকাতা। এই হারের টানা চতুর্থ হারের তেঁতো স্বাদ পেলো কলকাতা। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই। আজিঙ্কে রাহানে ও শিভম দুবের ব্যাটিং নৈপুণ্যে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই।
দুবে ২১ বলে ৫০ রান করেন। আর রাহানে ২৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। কলকাতার পক্ষে কুলবন্ত খেজরোলিয়া নেন ২টি উইকেট।
২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা। দলীয় ১ রানে দুই ব্যাটারকে হারায় তারা। এরপর শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করে তারা। জেসন রয় ও রিংকু সিংয়ের ফিফটিতে লড়াই করলেও জিততে পারেনি কলকাতা।
রয় ২৬ বলে ৬১ রান করেন। আর রিংকু ৩৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করতে সক্ষম হন। চেন্নাইয়ের পক্ষে তুষার দেশপান্ডে ও মহেশ থেকশানা নেন ২টি করে উইকেট।